আর, যাদের গান বা মিউজিক এর নেশা নেই। তারা এই পোস্টটি সম্পূর্ন ইগনোর করতে পারেন।
গান শোনা ছাড়ার জন্য নিজের ইচ্ছা শক্তি অনেক গুরুত্বপূর্ন । আমি আমার নিয়তের উপর কতটা খালেছ, সেটা বেশি জরুরি। আর সাথে দরকার আল্লাহ সুবহানু তায়লার সাহায্য । এই জন্য আমাদের আল্লাহ সুবহানু তায়লার কাছে বেশী বেশী দু'আ করত হবে।
যারা গান শোনা বন্ধ করতে পেরেছেন তাদের সবার মধ্যে যে বিষয়টা কমন ছিল তা হল। তারা সর্বপ্রথম তাদের ফোন,পিসি ,মেমরি আশে পাশে যত ডিভাইস আছে তার সব গান ডিলিট করেছেন। সেহেতু আপনিও এখনি আপনার ডিভাইস এর সকল গান ডিলিট করে দিন। (এখন বলতে এই পোস্ট পড়া অবস্থাতেই)
এখন তো সব মিউজিক ডিলিট করে দিলেন। এখন মনকে কিভাবে শান্ত করবেন যখন আবার গান শুনতে ইচ্ছে হবে?
এর ৩ টা সমাধান আছে।
১. কোরআন তিলাওয়াত শোনা
২. ইসলামিক লেকচার/অডিও বুক
৩. নাসিদ (গজল)
নিচে এই ৩ টার রিসোর্স দিয়ে দিচ্ছি। কষ্ট করে আর খুজতে হবে না।
(১) কোরআন তিলাওয়াত এর রিসোর্সঃ
বিভিন্ন কারিদের ইউটিউব চ্যানেল পাবেন এই লিংকেঃ
⬇️
https://www.facebook.com/1753595351521780/posts/2943137375900899/
কুরআন তিলওয়াত এর সাথে বাংলা সাবটাইটেল সহ ইউটিউব চ্যানেলঃ
1. মুসলিম অনুবাদক
https://www.youtube.com/channel/UCFMt0ASZ6Fe7od1VCJkYByQ
2. Daily Ayah
https://www.youtube.com/channel/UC-qlmIbd-ZnFU-77f2PHb9A
3. Saakinah Media
https://www.youtube.com/channel/UCcCupV074HHUYGK5ftEClig
4. An Nafee
https://youtube.com/c/AnNafee
5. Almarifa Media
https://youtube.com/c/AlmarifaMedia
6. Al Mubeen
https://youtube.com/c/AlMubeenMedia10
কোরআন তিলাওয়াত এর আরো কিছু রিসোর্স পাবেন নিচের লিংকেঃ
https://m.facebook.com/groups/963422407394224/permalink/1288820844854377/
(২) ইসলামিক লেকচার/অডিও বুকঃ
ইসলামিক অডিও লেকচার সিরিজ এর মেগা কালেকশনঃ
⬇️
https://m.facebook.com/groups/963422407394224/permalink/1258588077877654/
ইসলামিক অডিও বুক কালেকশনঃ
(পোস্ট করার পর লিংক আপডেট করা হবে)
(৩) নাসিদ/গজলঃ
1. No Music Media
(এদের ভিডিও গুলোতে, বিভিন্ন ভাষার পপুলার নাসিদ গুলোকে মিউজিক মুক্ত করে ইংরেজি সাবটাইটেল যুক্ত করে দেয়)
https://youtube.com/c/NoMusicMedia
2. Abu Ubayda
(আমার পছন্দের বাংলা নাসিদ আর্টিস্ট)
https://youtube.com/c/AbuUbaydaa
3. Nadeem Mohammed
(আমার পছন্দের ইংরেজি নাসিদ আর্টিস্ট)
https://youtube.com/c/nadeemmofficial
4. Holy Tune
(বাংলা নাসিদ এর জন্য সবচেয়ে বড় ইউটিউব চ্যানেল)
https://youtube.com/c/HolyTunebdofficial
5. Nasheed Bangla Subtitle
⬇️
(বিভিন্ন আরবী নাসিদ গুলোকে বাংলা সাবটাইটেল সহ আপলোড করে)
https://youtube.com/c/NasheedBanglaSubtitle
6. Merciful Servant
⬇️
(ইংরেজি সাবটাইটেল সহ)
https://youtube.com/playlist?list=PLyfPcUoivAtZxH4OldLYK3wYZLhFCyAS6
এগুলো ছাড়াও আপনার জানা মিউজিক মুক্ত কোনো চ্যানেল বা প্লেলিস্ট থাকলে কমেন্টে জানাতে পারেন। আমি এড করে দিব ইনশাল্লাহ ।
উপরের ৩টা ক্যাটাগরির মধ্যে কোনটা উত্তম তাতো আমরা সবাই জানি।
এখানে নাসিদ শুনলে আপনি আপনার মনে শান্ত করতে পারবেন ঠিক। কিন্তু এতে আপনার কোনো সওয়াব হাসিল হবে না। যেখানে কোরআন তিলাওয়াত শোনার ফলে আপনি আপনার মনকে শান্ত করার পাশাপাশি প্রতি হরফে নেকি অর্জন করতে পারেন।
এখন নাসিদ শুনার সীমা কতটুকু বা নাসিদ শুনা কতটা যুক্তিযুক্ত জানতে সায়েখ আহমাদ মুসা জিবরিল এর "মিউজিক শয়তানের সুর" এই বইটি পড়তে পারেন। মাত্র ৩০ টাকার ছোট বইটি যেকোনাে অনলাইন শপে বা "বইটই" এপে পেয়ে যাবেন।
⬇️
https://link.boitoi.com.bd/7XPd
এখন অনেকই বলবেন তাহলে কেন এই নাসিদ এর চ্যানেল গুলো শেয়ার করলেন?
আসলে গান ও মিউজিকের নেশাটা অনেক শক্তিশালী। একসময় আমিও এই অন্ধকারে ডুবে ছিলাম। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে রক্ষা করেছেন। প্রথম দিকে এই নাসিদ গুলোই আমাকে সাহায্য করেছে। এই কারণেই মুলত এগুলো শেয়ার করলাম।
আর কোনো প্রকৃত মুসলিম নাসিদ শুনে নিজের জীবনের গুরুত্বপূর্ণ সময় গুলো নষ্ট করতে পারে না। যেখানে আমরা ঔ সময় গুলো কোরআন তিলাওয়াত শুনে অনেক সওয়াবের মালিক হতে পারি।
তাই আমি বলব যথা সম্ভব চেষ্টা করবেন নাসিদ থেকে দূরে থাকতে & বেশি বেশি কোরআন তিলাওয়াত ও লেকচার সিরিজ শুনতে। আল্লাহ আমাদের সহায় হোন ।
"আসক্তি দূরীকরণ সিরিজ এর অন্য পর্ব গুলোর লিংক কমেন্টে সেকশনে দিয়ে দিচ্ছি"
এরকম আরো ইসলামিক রিসোর্স পেতে জয়েন হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।
⬇️⬇️⬇️
www.facebook.com/groups/963422407394224
পোস্টটি কপি/শেয়ার করে সাদাকায়ে জারিয়া চালু রাখুন। জাযাকাল্লাহু খইরন।
পোস্টটি কপি/শেয়ার করে দাওয়াতি কাজে শরীক হতে পারেন। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
“প্রচার করো যদি একটি আয়াতও হয়”
(সহিহ বুখারি)।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন