এই পোস্টে আমি আপনাদের জানাবো কিভাবে অডিও বুক আকারে যে কোনো লেকচার সিরিজ শুনবেন।
বাংলা ইসলামিক অডিওবুক এর মেগা কালেকশনঃ
⬇️⬇️⬇️
(পোস্ট আপলোড করার পর লিংক সংযুক্ত করে দেওয়া হবে)
বাংলা ইসলামিক লেকচার সিরিজ এর মেগা কালেকশনঃ
⬇️⬇️⬇️
https://m.facebook.com/groups/963422407394224/permalink/1258588077877654/
প্রথমেই উপরের কালেকশন থেকে যেকোনাে অডিওবুক বা লেকচার সিরিজ ডাউনলোড করে নিন। তারপর play store থেকে mAbook নামের এপটা ইনস্টল করে নিন।
mAbook app লিঙ্কঃ
⬇️⬇️⬇️
https://play.google.com/store/apps/details?id=mindmine.audiobook
নিচের স্টেপগুলো ফলো করুনঃ
১. প্রথমে আপনার অডিও ফাইল গুলো বিষয় ভিত্তিক ভাবে ফোল্ডারে সাজাতে হবে। যেমনঃ নির্দিষ্ট কোনো অডিওবুক এর সকল mp3 ফরমেটের খন্ড গুলো একই ফোল্ডারে রাখতে হবে।
২. এর পর এপটা ইনস্টল করে ওপেনের পর আপ্নার অডিও ফাইল/লেকচার গুলোর ফাইল লোকেশন সেট করুন। যে লোকেশনে আপনি অডিওবুক এর mp3 ফাইল গুলো রেখে ছিলেন।
৩. এখন next এ ক্লিক করার পর আপ্নার অডিওবুক তৈরি হয়ে যাবে। এখন আপনি সহজেই যেকোনো অডিও লেকচারকে অডিওবুক আকারে শুনতে পারবেন ।
৪. এই অডিওবুক এ আপনি অডিও এর নির্দিষ্ট অংশে বুকমার্ক & নোট করতে পারবেন। আর এ গুলো গুগলে ব্যাকআপ রাখতে পারবেন।
কিভাবে এপটা ব্যবহার করবেন তা পোস্ট আকারে লিখে বুঝানো কঠিন। তারপরও আমি চেষ্টা করেছি। তারপরও কিছু বুঝতে না পারলে কমেন্টে জানাতে পারেন। আমি সাহায্য করার চেষ্টা করব ইনশাল্লাহ।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন