কিভাবে গুগল প্লেবুক ব্যবহার করে বাংলা ইবুক থেকে অডিও বুক আকারে শুনতে পারবেন?


 

এজন্য প্রথমেই আমাদের ইবুক ফরমেটের বই লাগবে। যেমনঃ epub, mobi। (বি.দ্রঃ pdf ফরমেটের বই দিয়ে হবে না)। 


নিচের লিঙ্কে কয়েকশ ইসলামিক ইবুক পেয়ে যাবেন।

⬇️⬇️⬇️

https://docs.google.com/spreadsheets/d/1J9q_6O1qNpWqvtIQu7Uh4bnPQFSVmjx1LWz3N1Jopm8/htmlview


নিয়মিত নতুন নতুন ইসলামিক ইবুক পেতে জয়েন করুন নিচের ফেসবুক গ্রুপেঃ

⬇️⬇️⬇️

https://www.facebook.com/groups/IslamicEbookCreatorTeam/?ref=share


এখন আসল কথায় আসি। প্রথমেই উপরের দেয়া লিংক থেকে পছন্দের বই epub ফরমেটে ডাউনলোড করে নিন। এর পর প্লেস্টোর থেকে google play book এপ ইনস্টল করে নিতে হবে।

Play Books এপ লিংকঃ

⬇️⬇️⬇️

https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.books


এপ ইনস্টল এর পর নিচের স্টেপ গুলো ফলো করুনঃ


১. উপরের লিংক থেকে ডাউনলোড করা যে কোনো epub ফরমেটের ইবুক Google book এপ দিয়ে ওপেন করলে ঐ ebook গুগল বুক এপ এ আপলোড হয়ে যাবে।


২. এরপর Play Books app থেকে বইটি ওপেন করুন। 


৩. এখন বইটা ওপেন করার পর বই এর উপরের ডানপাশে ৩ টা ডট এর একটা অপসন আছে। ঐখানে ক্লিক করুন।


৪. সেখান থেকে ২ নম্বর অপসন read aloud সিলেক্ট করূন।


৫. এখন গুগল assistant ঐ বইটা পড়া শুরু করবে। 


৬. যদি আপনার Google Assistant এর ভাষা ইংরেজি থাকে তাহলে বাংলা বই পড়লে অদ্ভুত শোনাবে। তাই যখন বাংলা বই শুনবেন তখন গুগল assistant এর ভাষা বাংলা করে নিবেন। 


কিভাবে Google Assistant এর language চেঞ্জ করবেনঃ

https://support.google.com/adsense/answer/161757?hl=bn


কিভাবে এপটা ব্যবহার করবেন তা পোস্ট আকারে লিখে বুঝানো কঠিন। তারপরও আমি চেষ্টা করেছি। তারপরও কিছু বুঝতে না পারলে কমেন্টে জানাতে পারেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন