বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

আসক্তি দূরীকরণ সিরিজ ৪ (পর্ণগ্রাফি এর আসক্তি দূরীকরণ)

সতর্কতাঃ 

প্রথমেই একটা বিষয়ে সতর্ক করে দেই। যেহেতু আপনি এই পোস্টটি পড়া শুরু করেছেন সেহেতু হতে পারে আপনি হয়তো পর্ণগ্রাফিতে আসক্ত। সেজন্য এসম্পর্কে কোনো প্রশ্ন বা কোনো কিছু জানতে চাইলে কমেন্টে কোনো কিছু না বলার অনুরোধ করছি। 

কারণ-আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত- তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি যে, আমার সকল উম্মাতকে মাফ করা হবে, তবে প্রকাশকারী ব্যতীত। আর নিশ্চয় এ বড়ই অন্যায় যে, কোন লোক রাতের বেলা অপরাধ করল যা আল্লাহ গোপন রাখলেন। কিন্তু সে সকাল হলে বলে বেড়াতে লাগল, হে অমুক! আমি আজ রাতে এই এই কাজ করেছি। অথচ সে এমন অবস্থায় রাত কাটাল যে, আল্লাহ তার কর্ম লুকিয়ে রেখেছিলেন, আর সে ভোরে উঠে তার উপর আল্লাহর দেয়া আবরণ খুলে ফেলল। 
[বুখারিঃ ৬০৬৯ ]

তাই কোনো বিষয়ে কোনো সমস্যা থাকলে কমেন্টে না লিখে ইনবক্সে এসএমএস করতে পারেন। আমি সাহায্য করার চেষ্টা করব ইনশাল্লাহ। 

এখন আসল কথায় আসি। প্রথমেই আমরা জানব পর্ণগ্রাফি আসক্তি থেকে বাঁচার জন্য রাসূল (সাঃ) এর উপদেশ কি। 

ইবনে মাসউদ (রাঃ) থেকে বর্ণনা করেন, তিনি বলেন: "আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে কিছু যুবক ছিলাম যাদের কিছুই ছিল না। তখন রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: হে যুব সমাজ! তোমাদের মধ্যে যারা সামর্থ্য রাখ তাদের উচিত বিয়ে করে ফেলা। কেননা বিয়ে দৃষ্টি অবনতকারী ও লজ্জাস্থানকে হেফাযতকারী। আর যার সামর্থ্য নেই তার উচিত রোযা রাখা। কেননা রোযা যৌন উত্তেজনা প্রশমনকারী।" 
[বুখারিঃ ৫০৬৬]

উপরের হাদিস অনুযায়ী, লজ্জাস্থানকে হেফাজতের জন্য প্রথমেই বিয়ে চেষ্টা করতে হবে। আর এখন বিয়ে করার সামর্থ্য না থাকলে রোজা রাখতে হবে।

এখন যাদের সামর্থ্য আছে তারা তো বিয়ে করে ফেললেন। আর যারা এখন বিয়ে করতে পারছেন না তারা রোযা কিভাবে রাখবে তা নিয়ে ভাবছেন?

তারা রাসুল (সাঃ) এর নফল সিয়াম গুলো পালন করতে পারেন। 

যেমনঃ 

সোম ও বৃহস্পতিবারের রোজাঃ

এ দুই দিন রোজা রাখা সুন্নত। নবী (সা.) এ দুই দিন রোজা রাখতেন। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত। রসুলুল্লাহ (সা.) বলেন, সোমবার ও বৃহস্পতিবার (আল্লাহর কাছে) আমল উপস্থাপন করা হয়। তাই আমার আমল উপস্থাপন করার সময় রোজারত থাকাকে পছন্দ করছি। (তিরমিজি) 

আইয়ামে বিজের রোজঃ

প্রতি চান্দ্রমাসের ১৩, ১৪ ও ১৫ তারিখের রোজাই আইয়ামে বিজের রোজা। নবী (সা.) এ রোজাগুলো গুরুত্বের সঙ্গে রাখতেন। যেহেতু প্রত্যেক ভালো কাজের সওয়াব ১০ গুণ বাড়িয়ে দেওয়া হয় তাই যে ব্যক্তি প্রতি মাসে এ তিনটি রোজা রাখবে সে সারা মাস রোজার সওয়াব পাবে। আর এভাবে যে ব্যক্তি প্রতি মাসেই তিন দিন রোজা রাখবে সে সারা বছরই রোজা রাখার সওয়াব পাবে। 

এছাড়া আরো আছে আশুরার রোজা, শাবানের রোজা, শাওয়ালের ছয় রোজা, জিলহজের প্রথম দশকের রোজা, আরাফার দিনের রেজা। 

এ রোজা গুলো সম্পর্কে বিস্তারিত জানতে নিচের লিংক দেখুনঃ

⬇️⬇️⬇️
www.bd-pratidin.com/amp/editorial/2018/07/07/343201

কোনদিন কয়টায় সেহেরি ও ইফতারের সময় এবং বিভিন্ন রোজার নিয়মিত আপডেট পেতে Muslims Day নামক এপটি ইনস্টল করে নিতে পারেন।

এপ লিংকঃ https://play.google.com/store/apps/details?id=theoaktroop.appoframadan 

আর পর্ণ আসক্তি প্রবল হওয়ার কারনে অনেকেই বিয়ে & সাওমের মাধ্যমেও এই আসক্তি দূর করতে পারে না। সে জন্য আমাদের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে পর্ণগ্রাফির ক্ষতিকর প্রভাব সম্পর্কে জানতে হবে। পর্ণগ্রাফি কিভাবে আমাদের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে বিপর্যয় নিয়ে আসে এ সম্পর্কে কয়েকটা বই ও লেকচার সিরিজ শেয়ার করতেছি। আশা করি সবাই উপকৃত হবেন। 

পর্ণগ্রাফি আসক্তি দূর করতে কার্যকরী কিছু বই এর নামঃ

1. মুক্ত বাতাসের খোঁজে
ডাউনলোড লিংকঃ https://i-onlinemedia.net/downloads/books/general/Mukto_Bateser_Khoje.pdf
2. ঘুরে দাঁড়াও
3. মানসাঙ্ক 
(এ ৩টা বই মাস্ট পড়তে হবে) 

4. যৌবনের মৌবনে
5. মনের উপর লাগাম
6. কারা জান্নাতী কুমারীদের ভালবাসে
7. আসক্তি: সমাজ ধ্বংসের হাতিয়ার
8. বেলা ফুরাবার আগে
9. আত্মার ব্যাধি ও প্রতিকার
10. আসক্তি থেকে মুক্তি 
11. শেষের অশ্রু
12. ইলমের ভালোবাসায় চিরকুমার উলামায়ে কেরাম (☺️ এই বইটাও পড়ে দেখতে পারেন। তাহলে নিজেকে কন্ট্রোল করা কিছুটা সহজ হবে। 🙃)

[কিছু বই নতুন & কিছু বই এর পিডিএফ অনুমোদিত না। তাই এখানে লিংক শেয়ার করলাম না। যাদের পক্ষে সম্ভব তারা কিনে নিবেন। আর কেনা সম্ভব না হলে গুগলে সার্চ করুন বা ইনবক্সে জানান] 

ইউটিউব লেকচার সিরিজঃ

বাংলা লেকচারঃ

মুক্ত বাতাসের খোঁজেঃ https://youtube.com/playlist?list=PL6AAfPzsBJ6ubeJ9ciqVzP2PnZt9JpOGI

পর্ণ/হস্থমৈথুন থেকে বাঁচার উপায়ঃ
https://m.youtube.com/playlist?list=PL6AAfPzsBJ6tGBUASxjsQwATqzNCZrIxf

পর্ণ আসক্তি সিরিজঃ
https://youtube.com/playlist?list=PL2FHm7GZu6dmPSPp1Ym4R2SpIgWHFRFHE 

English Lecture:

Lost In pornland:
https://youtube.com/playlist?list=PLwNeHLk_z0aRfetl--Pk_5pxDinXGBDzL

Your brain on porn:
https://youtube.com/playlist?list=PLOcbPczYKTQb7Nyl5QmzZrSGcTeaAk92S 

উর্দুঃ

Porn Addiction:
https://youtube.com/playlist?list=PL5KgjwrPtPys5NxYfm2BH6v_DFXj8WdOB

আমাদের অনেকেই অনেক চেষ্টা করার পরও অনেক সময় ব্যর্থ হই। এর অন্যতম কারণ হচ্ছে আমাদের সাথে থাকা ইলেকট্রনিক ডিভাইস। এই মোবাইল ফোন ও পিসির মাধ্যমে অনেকেই পর্ণগ্রাফির র্অন্ধকার জগতে চলে যায়। তাই এখন কিভাবে আপনার ফোনে ও পিসির মাধ্যমে পর্ণ দেখা বন্ধ করবেন তা নিয়ে ২টা ভিডিও শেয়ার করব। আশা করি এতে সমস্যার সমাধান হবে। 

পিসিতেঃ

পিসিতে পর্ণ সাইট বন্ধের জন্য k9 software ব্যবহার করতে পারেন। কিভাবে এই সফটওয়্যার ডাউনলোড & ব্যবহার করবেন তা নিচের ভিডিও লিংকে পেয়ে যাবেন।
https://youtu.be/iTsH6lNGdCk

মোবাইলেঃ

আর মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে করবেন তা নিচের ভিডিও লিংকে পেয়ে যাবেন।
https://youtu.be/x3oeNvKH2CU

এত কিছুর পরও শয়তানের ধোঁকায় পরে অনেকেই আবার ভুলটা করে ফেলতে পারেন। তবে ভেঙ্গে পরা যাবে না & হতাশ হওয়া যাবে না। চেষ্টা করে যেতে হবে। 

আজ ১ দিন নিজেকে সংযত করতে পারলে পরবর্তীতে ২ দিন/৭দিন । এভাবে নিজেকে সংযত করতে হবে। আর অনুপ্রেরণার জন্য "মুক্তি বাতাসের খোঁজে" এর ওয়েবসাইট, পেইজ ও গ্রুপে প্রকাশিত অনেক ভাই এর গল্প গুলো পড়তে পারেন। এতে এই আসক্তি যে দূর করা সম্ভব তা বুঝতে পারবেন & আগ্রহ পাবেন। 

আর সর্বোপরি আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। এর থেকে বড় অস্ত্র আপনার আমার জন্য আর কিছুই নেই। সম্ভব হলে এখনি ওযু করে নামাজে দাড়িয়ে যান। দু’হাত তুলে আল্লাহর কাছে এই আসক্তি থেকে বাঁচার আকুতি জানান। 

আল্লাহ তুমি আমাদের ভাইদের জন্য কাজটা সহজ করে দাও।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন