১. ফাতেহ ঈদ সংখ্যা (ঈদুল ফিতর ২০২০):
২. ফাতেহ ঈদ সংখ্যা (ঈদুল আযহা ২০২০):
ফাতেহ সাপ্তাহিকীঃ
১. সেপ্টেম্বর প্রথম সপ্তাহ ২০২০ঃ
২. আগস্ট দ্বিতীয় সপ্তাহ ২০২০ঃ
৩. আগস্ট তৃতীয় সপ্তাহ ২০২০ঃ
৪. আগস্ট চতুর্থ সপ্তাহ ২০২০ঃ
ফাতেহ সাপ্তাহিকী গুলো ওনাদের ওয়েবসাইট থেকে পড়তে পারেন নিচের লিঙ্ক থেকে।
নিয়মিত আপডেট পেতে ফলো করুনঃ
1. ফেসবুকঃ www.facebook.com/Fateh24.com.bd
2. ওয়েবসাইটঃ www.fateh24.com
আপনার পছন্দের সকল ওয়েবসাইট গুলো থেকে একসাথে এক জায়গায় খুব সহজেই নিয়মিত আপডেট কিভাবে পাবেন। তা জানতে নিচের লিঙ্ক ফলো করুন।
👇👇👇
পোস্টটি কপি/শেয়ার করে দাওয়াতি কাজে শরীক হতে পারেন। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “প্রচার করো যদি একটি আয়াতও হয়”
(সহিহ বুখারি)।
“কেউ কোনো বিশুদ্ধ আমল প্রচার করার ফলে অন্য কেউ তা করে, সেও তার সমপরিমাণ সওয়াব লাভ করবে”
(সহিহ মুসলিম)
আপনার প্রচারের ফলে যত মানুষ উপকৃত হবে, এর সওয়াব আপনিও লাভ করবেন।
আপনার আইডি, পেইজ কিংবা যুক্ত থাকা গ্রুপে অন্তত একবার পোস্ট করে দিন। কাজটি সামান্য মনে হলেও এর সওয়াব পাহাড়সম হতে পারে ইনশাআল্লাহ্।





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন