জনপ্রিয় কিছু ইসলামিক ওয়েবসাইট+ব্লগ এবং কিভাবে সবগুলো থেকে নিয়মিত আপডেট পেতে পারেন


অনলাইনে আমরা অযথা সময় কাটাই। কয়েকদিন ধরে ভাবছি অনলাইনের এমন কোনো সাইট পাই কি-না যেখানে 'যথা' সময় কাটানো যায়। অর্থাৎ, সেইসব সাইটে ঘুরলে কিছু শেখা যাবে। 

আলহামদুলিল্লাহ..
আমরা সংগ্রহে থাকা & আরিফুল ভাই এর পোস্টের কমেন্ট থেকে নেয়া আমার পছন্দের কিছু ওয়েবসাইট ও ব্লগের লিংক শেয়ার করলাম। আশা করি অনেকেই উপকৃত হবেন।

(ওয়েবসাইট) 

1. https://islamqa.info/bn (বাংলা)
2. https://islamqa.info/en (ইংরেজি)
3. https://www.muslimmedia.info
4. https://riwayahbd.com
5. https://bibijaan.com
6. https://songkolon.com
7. https://ilmdrive.com
8. https://islamhouse.com/en/main (ইংরেজি)
9. https://islamhouse.com/bn/main (বাংলা)
10. http://quranerkotha.com
11. http://darulilm.org
12. Quraneralo.com
13. https://www.alaponblog.com/
14. https://shoncharon.com/
15. https://www.chintadhara.com/
16. https://tawarus.com/
17. https://fatwaa.org/
18. https://punoray.com/
19. https://fateh24.com/ 
20. https://www.pbookbd.com/?m=1 (এই ওয়েবসাইটে অনেক অনুমোদিত পিডিএফ পাবেন)
21. http://www.nakbangla.com/
22. https://yousufsultan.com/
23. https://www.alkawsar.com/bn/
24. http://kalamullah.com
25. https://productivemuslim.com/
26. https://mubasshireen.wordpress.com/

(দুঃখিত, ক্যাটাগরি আকারে সাজাতে পারলাম না। কষ্ট করে প্রতিটি ওয়েবসাইট দেখে দেখে আপনার পছন্দেরটা খুঁজে নিন।)

(ব্লগ)

1. https://rafanofficial.wordpress.com (এটা রাফান ভাই এর ব্লগ)
ভাই এর ফেসবুক আইডি = https://www.facebook.com/rafanahmedofficial

2. https://mohammedtouahaakbar.wordpress.com
(এটা তোয়াহা আকবর ভাই এর ব্লগ)

3. https://www.armanfirman.xyz/?m=1 (এটা আরমান ভাই এর ব্লগ)
ভাই এর ফেসবুক আইডি =
https://www.facebook.com/ArmenFirmanOfficial

4. https://idream4life.blogspot.com/?m=1
(স্বপ্নচারী আবদুল্লাহ ভাইয়ের ব্লগ)

5. https://bnislamicquotes.wordpress.com/

6. https://alsabanow.wordpress.com/

7. http://musafirshahid.blogspot.com/?m=1

8. https://shihanmirza.wordpress.com/

9. https://islamicresourcelibrary.blogspot.com/?m=1 (ইসলামিক রিসোর্স সংগ্রহশালা এর ব্লগ) 

এগুলো মূলত আমি ফলো করি। এর বাইরে যদি কারো কাছে আরো কিছু ওয়েবসাইট, বিশেষ করে বিভিন্ন লেখকের ব্লগের লিংক থাকে। তাহলে আমার সাথে শেয়ার করতে পারেন। আমি পোস্টে আপডেট করে দিব।

এখন অনেকেই বলবেন, দিলেন তো এক গাদা ওয়েবসাইট। কিন্তু এতগুলো কি কখনো একসাথে দেখা সম্ভব?

অবশ্যই না। কিন্তু আপনি চাইলে এখানকার প্রতিটি ওয়েব সাইটের নিয়মিত আপডেট পেতে পারে। 

মানে, এই ওয়েবসাইটগুলোতে প্রতিদিন কয়টা পোস্ট নতুন যুক্ত করা হলো সেগুলো আপনি আপনার ফোনে দেখতে পারবেন। ফলে আপনার আর সবগুলো ওয়েবসাইট ঘুরতে হবে না। শুধু একটা অ্যাপস খুললেই সবগুলো ওয়েবসাইটের দৈনিক আপডেট পেয়ে যাবেন।
এই প্রযুক্তিটাকে feed/ Rss বলে।

Feed কি তা জানতে নিচের লিংক থেকে জানতে পারবেন। 


এখন আসি কিভাবে এটা ব্যবহার করবেন। এর জন্য আপনারা feedly app ব্যবহার করবেন।

app এর ডাউনলোড লিংকঃ  Feedly App

Pc এর জন্য সরাসরি তাদের ওয়েবসাইটে চলে যাবেন।

এছাড়াও rss/feed এর জন্য playstore এ অনেক app আছে। কিন্তু আমার কাছে এটা ব্যবহার সহজ মনে হয়েছে।

এবার আসি কিভাবে এই অ্যাপসটা ব্যবহার করবেন। এজন্য বিস্তারিত লেখা প্রয়োজন। কিন্তু এখন সময় করতে পারছি না। তাই আপনারা চাইলে এই ভিডিওটি টিউটোরিয়ালটা দেখতে পারেন।

টিউটোরিয়াল লিংকঃ https://youtu.be/v1fOSKNo6js

আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তারপরও যদি কারও সমস্যা হয়, কমেন্টে জানান আমি হেল্প করার সর্বাত্মক চেষ্টা করব ইনশাআল্লাহ।

পোস্টটি কপি/শেয়ার করে দাওয়াতি কাজে শরীক হতে পারেন। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “প্রচার করো যদি একটি আয়াতও হয়” 
(সহিহ বুখারি)।

“কেউ কোনো বিশুদ্ধ আমল প্রচার করার ফলে অন্য কেউ তা করে, সেও তার সমপরিমাণ সওয়াব লাভ করবে” 
(সহিহ মুসলিম)

আপনার প্রচারের ফলে যত মানুষ উপকৃত হবে, এর সওয়াব আপনিও লাভ করবেন।

আপনার আইডি, পেইজ কিংবা যুক্ত থাকা গ্রুপে অন্তত একবার পোস্ট করে দিন। কাজটি সামান্য মনে হলেও এর সওয়াব পাহাড়সম হতে পারে ইনশাআল্লাহ্‌।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন