এমন অবস্থায়, নতুন বইয়ের পিপাসা কি করে মেটাই? নতুন কিছু পড়তে না পারলে যে একপ্রকার দমবন্ধ লাগে!
এরকমই এক পরিস্থিতিতে খবর পেলাম মিম্বার ম্যাগাজিন সংখ্যা আসছে! মনটা খুশিতে ভরে উঠল! ইতোমধ্যেই যারা অন্তত ১টি সংখ্যা পড়েছেন, তারা জানবেন কি এক অসাধারণ উপায়ে বিবিধ জ্ঞানের মিশেল ঘটানো হয়েছে এই ম্যাগাজিনে।
কুর'আন, হাদীস, সীরাহ, ফিকহ, মাস'আলা, গল্পসহ অসংখ্য কন্টেন্টে ভরপুর এই ম্যাগাজিন। বলা যায় একের ভেতর সব! তার ওপর পাওয়া যাচ্ছে পিডিএফ, ঘরে বসেই পেয়ে যাচ্ছি হাতে।
মিম্বার গ্রুপে শুধু এসে ঘুরে যাই, কখন আসবে নতুন ম্যাগাজিন! আমি ৩টা ম্যাগাজিনই পড়েছি & আলহামদুলিল্লাহ অনেক কিছু নতুন শিখেছি। ব্যক্তিগত ভাবে ৩টা ম্যাগাজিনই আমার কাছে পছন্দের ছিল। তবে ১ম সংখ্যাটা ছিল সবচেয়ে পছন্দের। তাই সবাইকে বলব অন্তত ১ম সংখ্যাটা ডাউনলোড করে পড়ুন। ইনশাআল্লাহ ভালো লাগবে।
তো আমি চাচ্ছি সবাই পড়ে দেখেন। আপনাদের জন্য সবগুলো ম্যাগাজিনের গুগল ড্রাইভ & ফেসবুক ডাউনলোড লিংক দিচ্ছি । যারা আগে ডাউনলোড করেননি তারা তিনটি একসাথে ডাউনলোড করে নিতে পারেন। ড্রাইভ লিংকও দেয়া হয়েছে। আশাকরি ডাউনলোড করতে আর কোনো সমস্যা হবে না।
মিম্বার থেকে প্রকাশিত সকল পিডিএফ গুলো ডাউনলোড করতে অসুবিধা হলে এই ইমেইল এড্রেসে ইমেইল করলে পেয়ে যাবেন ইনশাল্লাহ।
ইমেইল ঠিকানাঃ
minbarbd2020@gmail.com
মিম্বার ম্যাগাজিন (প্রথম সংখ্যা)
মূল পোস্ট (ডাউনলোড) লিংক-
মিম্বার ম্যাগাজিন (দ্বিতীয় সংখ্যা)
মূল পোস্ট (ডাউনলোড) লিংক-
মিম্বার ম্যাগাজিন (তৃতীয় সংখ্যা)
মূল পোস্ট (ডাউনলোড) লিংক-
মিম্বার ম্যাগাজিন (চতুর্থ সংখ্যা)
মূল পোস্ট (ডাউনলোড) লিংক-
মিম্বার ম্যাগাজিন ( পঞ্চম সংখ্যা)
মূল পোস্ট (ডাউনলোড) লিংক-
আল্লাহ মিম্বার গ্রুপের সাথে যুক্ত সকলকে উত্তম বদলা দান করুন ।
গ্রুপঃ মিম্বার (Minbar)





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন